বিসমিল্লাহির রাহমানির রাহিম
“পড় তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছন”
সমস্ত প্রশংসা মহান আল্লাহর যিনি বিশ্ব জাহানের মালিক। সালাম ও দরুদ মানবতার মহান শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের প্রতি।
শিক্ষা মানুষের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার প্রতিষ্ঠায় শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকশিত করার মাধ্যমে সৎ, দক্ষ, আত্নপ্রত্যয়ী, সমাজ সচেত, দেশ প্রেমিক, বিজ্ঞান মনষ্ক, যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম আলোকিত মানুষ সৃষ্টির প্রত্যয়ে এলাকার কিছু স্বপ্নবাজ যুবক, কিছু সমাজ সচেতন শিক্ষানুরাগী অভিভাবকের ঐকান্তিক প্রচেষ্টা ও সংশ্লিষ্ট দপ্তর এর সার্বিক সহযোগীতায় ১৯৯২ সালে অত্র টুংকু আবদুল রহমান মেমোরিয়াল একাডেমি প্রতিষ্ঠা লাভ করে। বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ স্বাধীন মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা টুংকু আবদুল রহমান এর নামে এর নামকরণ করা হয়। এটি বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্বের স্মরক হিসাবে প্রতিষ্ঠিত। যাদের আন্তরিক প্রচেষ্টায় এই জ্ঞানের আলোক বর্তিকা প্রতিষ্ঠা লাভ করেছ তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
মূল্যবোধ হচ্ছে সমাজ ও রাষ্ট্রের মূল ভিত্তি। সুশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মূল্যবোধের বিকাশ সাধনই আমাদের মূল লক্ষ্য। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে অত্র বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে তার সফল বাস্তবায়নে শিক্ষকগণ তাদের পরিকল্পিত পাঠদান, শিক্ষার্থীদের নিবিড় পর্যবেক্ষন, যথাযথভাবে শিক্ষার্থীদের মূল্যায়নের মাধ্যমে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রধান শিক্ষকের নেতৃত্ব, অভজ্ঞ শিক্ষকম-লীর সঠিক পথ নির্দেশনা, বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবকদের সার্বিক সহযোগীতায় আমরা কাঙ্খিত সফলতার উচ্চ শিখরে পৌছাতে পারবো, ইনশা আল্লাহ।
প্রযুক্তির উৎকর্ষতার এই সময়ে আমাদের বিদ্যালয়ও পিছিয়ে নেই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মহা সড়কে আমরাও সম্পৃক্ত হয়েছি। বিদ্যালয়টিকে আধুনিক ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ আলোকিত মানুষ গড়ার আলয়ে পরিণত করতে সকল অংশীজনের সহযোগীতা কামনা করছি।
শুভেচ্ছান্তে
মোহাম্মদ শরীফুল ইসলাম
প্রধান শিক্ষক
টুংকু আবদুল রহমান মেমোরিয়াল একাডেমি
Comming Soon